দর্শকপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। ২০০৩ সালে রবীন্দ্রনাথের লেখা একটি নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তপস্বিনী’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে টেলিভিশন নাটক। এতে তপস্বিনী চরিত্রটি রূপায়ন করেছেন অপর্ণা। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ।
অপর্ণা ঘোষ বলেন, ‘রবীন্দ্রনাথের সৃষ্ট চরিত্রে অভিনয় করতে পারা অনেক বড় প্রাপ্তি। যদিও নানা কারণে আমরা এ চরিত্রগুলোকে সেই অর্থে তুলে ধরতে পারি না। কারণ ওই সময়ের প্রেক্ষাপটকে এখন তুলে আনার ক্ষেত্রে অনেক বাধার মুখে পড়তে হয়। যেমন: গল্পের প্রয়োজনে উপযোগী বাড়ির জন্য কালিয়াকৈর যেতে হয়েছে। তাছাড়া ওই সময়ের বেশে নিজেকে তৈরি করারও একটা চাপ থাকে। তবে আমাদের ভাগ্য ভালো, এখনো সে সময়ের আবহাওয়া কিছুটা পাচ্ছি। একদিন হয়তো এটাও পাব না।’
গল্প প্রসঙ্গে পরিচালক করেছেন অঞ্জন আইচ জানান, বাবা মাখন লাল কঠিন পণ করেছেন তার পুত্র যদি বিএ পাস না করে তাহলে নববিবাহিত স্ত্রীর সঙ্গে থাকতে দেবে না। কিন্তু পুত্র বরদানন্দ লেখাপড়ায় ভীষণ অমনোযোগী। পর পর দুইবার ফেল করল, তিনবারের জন্য প্রস্তুতি চলছে। বরদার বিধবা পিসিকে মাখন বাবু নিযুক্ত করলেন বরদা ও তার স্ত্রী ষোড়শীকে পাহারা দেওয়ার জন্য।
অন্যদিকে বাড়িতে নতুন শিক্ষক নিয়োগ দিয়েছেন। কিন্তু বরদা কিছুতেই পড়াশোনা করতে রাজি নয়। পাঠ্যপুস্তকের পড়াশোনা তার ভালো লাগে না। গোপনে ষোড়শীর সঙ্গে দেখা করতে চায়, একান্তে সময় কাটাতে চায় কিন্তু ষোড়শী ভয় পায়। বরদা নিশ্চিত সে কখনোই বি এ পাশ করতে পারবে না। স্ত্রীর সান্নিধ্য তার এ জীবনে হবে না। তাই সন্ন্যাসী হবে বলে একদিন কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। এভাবে এগিয়েছে নাটকটির কাহিনি।
এছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী, আবুল হায়াৎ, শিল্পী সরকার অপুসহ আরো অনেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে নির্মিত নাটকটি আগামীকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙায় প্রচারিত হবে।