আবারও বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। ‘স্ত্রী’খ্যাত পরিচালক অমর কৌশিক পরিচালিত ‘বালা’ সিনেমায় ফের একসঙ্গে দেখা যাবে তাদের। এর আগে ‘ভিকি ডোনার’ সিনেমায় আয়ুষ্মান-ইয়ামি প্রথম একসঙ্গে অভিনয় করেন।
সোমবার থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ইয়ামি সিনেমাটিতে ভারতের লখনৌর সুপার মডেলের চরিত্রে অভিনয় করছেন।
ইয়ামি বলেন, ‘বালা’তে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। এটা খুব চমৎকার একটি স্ক্রিপ্ট, দারুণ কনসেপ্ট তাছাড়া অসাধারণ একটা টিম ওয়ার্কের মধ্য দিয়ে সবকিছু হচ্ছে। আমার জন্য এই বছরের দুর্দান্ত একটি কাজ এটি।
‘বালা’ প্রযোজনা করছে দিনেশ ভাইজানের মাদ্দোক ফিল্মস। সিনেমাটিতে আরও অভিনয় করছেন ভূমি পেডনেকর, সৌরভ শুক্লা, জাবেদ জাফরি ও শিমা পাহওয়া।