জুনের প্রথম সপ্তাহে পবিত্র ঈদুল ফিতর। অন্যদিকে আসছে ৩০শে মে থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের আসর। ফলে ঈদের সময়ও থাকছে ক্রিকেট ঝড়। গেল ঈদুল ফিতরে দর্শক মেতে ছিল বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায়, আর এবার ক্রিকেটে। গেলবারের মতো এবারও ঈদুল ফিতরের উৎসবে টেলিভিশন অনুষ্ঠানমালায় ভাগ বসাবে বিশ্বকাপ। যার কারণে টেলিভিশন চ্যানেলগুলোর নাটক-টেলিছবির চেয়ে দর্শকের চোখ বেশি সময় থাকবে ক্রিকেটের দিকে। সাত দিনব্যাপী ঈদ আয়োজনে টিভি চ্যানেলগুলোও তাই নাটক-টেলিছবির বাইরে যোগ করছে ক্রিকেট। কয়েকটি চ্যানেল আবার সরাসরি ক্রিকেট খেলা সম্প্রচার করবে বলেও জানা গেছে।
এই চ্যানেলগুলোতে থাকছে না তেমন নাটক-টেলিছবি। তাই বলে নাটক-টেলিছবি নির্মাণের সংখ্যা কিন্তু কমছে না। এই সময়ে নির্মাতা ও অভিনয় শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন ঈদের নাটক-টেলিছবির শুটিংয়ে। কারণ টেলিভিশন চ্যানেলগুলোর পাশাপাশি নির্মাতাদের আস্থা এখন ইউটিউব চ্যানেল। সারা বছরই বিভিন্ন ইউটিউব চ্যানেলে নাটক প্রকাশ হচ্ছে। ঈদে বিভিন্ন ইউটিউব চ্যানেলে শতাধিক নাটক ও টেলিছবি আসবে। উল্ল্যেখযোগ্য চ্যানেলগুলো হলো সাউন্ডটেক, সিডি চয়েস, ঈগল মিউজিক, ধ্রব টিভি, বঙ্গবিডি, ডেডলাইন এন্টারটেইনমেন্ট, সিনেমাওয়ালা, সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট, এফ-থ্রি ও নাটক বক্স, বঙ্গবুম প্রভৃতি। অনেকে নির্মাতাই বলেন, টেলিভিশনের চেয়ে ইউটিউবের জন্য এখন নাটক নির্মাণ লাভজনক। দর্শক নিজের মতো করেই ইউটিউবে নিজের পছন্দের নাটক দেখছে। জনপ্রিয় অভিনেতা অপূর্ব টিভি চ্যানেল ও ইউটিউব দু’মাধ্যমের দর্শকের কাছে জনপ্রিয়। ইউটিউবের নাটক প্রসঙ্গে তিনি বলেন, এখন ঈদের সময় অনেক নাটক নির্মাণ হয় সত্যি। তবে সব নাটক টিভি চ্যানেলে প্রচার হচ্ছে না। কিছু নাটক কেবল ইউটিউবের জন্যই নির্মাণ হচ্ছে। আবার টিভি চ্যানেলে প্রচার হওয়া নাটকগুলোও ইউটিউবে আসছে। এখান থেকে বুঝতে হবে এই সময়ে ইউটিউবের জনপ্রিয়তা কতটুকু। ঈদে ক্রিকেট বিশ্বকাপ নাটক-টেলিছবির ওপর কতটা প্রভাব ফেলবে? এই প্রশ্নের উত্তরে চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন বলেন, আমাদের দেশের মানুষের ক্রিকেটের প্রতি অন্যরকম আগ্রহ রয়েছে। এরমধ্যে যেহেতু এটি বিশ্বকাপ ক্রিকেট। তাই এর প্রতি সবার দৃষ্টি থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু দর্শক ঠিকই নাটক দেখবে। টিভি চ্যানেলে সেভাবে দেখতে না পারলেও ইউটিউবে দেখবে। কারণ নাটক দেখার ক্ষেত্রে দর্শক এখন টিভির চেয়ে ইউটিউবকে বেশি প্রাধান্য দিচ্ছে। এ পর্যন্ত ইউটিউবের জন্য প্রায় ৪০টি নাটক নির্মাণ করেছেন চলতি প্রজন্মের আলোচিত নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। ‘জীবন’, ‘ছেলেটি বেয়াদব’, ‘বেড সিন’সহ অনেক নাটক জনপ্রিয় হয়েছে তার। এসব নাটকে বিনিয়োগ উঠে লাভও হয়েছে বলে জানান তিনি। এবারের ঈদে ইউটিউবের জন্য থাকছে তার নির্মিত পাঁচ থেকে ছয়টি নাটক। বান্নাহ বলেন, এখন ইউটিউবে প্রচুর দর্শক। ঈদের ছুটিতে আরো বাড়বে। ইউটিউবে নাটকের স্বত্ব সংশ্লিষ্ট চ্যানেলের মালিকের। শুধু ইউটিউবেই নয়, একই নাটক বিভিন্ন প্ল্যাটফরমে ওঠানো যায়। এই প্ল্যাটফরম থেকেও আয় আসে। এখানে বিনিয়োগের অনেকটাই সুরক্ষা আছে।