এবারই প্রথম আনিসুর রহমান মিলন ও ইশরাত জাহান ইশা একসঙ্গে একটি খ- নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ‘বউ এলার্জি’। এরইমধ্যে পুবাইলের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকটি নিয়ে ইশা বলেন, নাটকের কাহিনিটা মজার। বিয়ের পর বাসর রাত থেকে জামাই আমার কাছে আসতে না পারা নিয়ে নানান কা- ঘটতে থাকে। এখানে স্বামী-স্ত্রীর চরিত্রে মিলন ভাই ও আমাকে দর্শকরা দেখতে পাবেন। হাসির এ নাটকটি রচনা করেছেন মানস পাল। আর পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য।
এ নাটকে মুনিরা মিঠুসহ আরো অনেকে অভিনয় করেছেন। আসছে ঈদে যে কোনো বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচার হবে।