চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় পৌর এলাকার কণ্যানগরে অবস্থিত নাচোল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌর মেয়র আবদুর রশিদ খাঁন ঝালু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দুলাল উদ্দিন খাঁন, প্রতিবন্ধী বিদ্যালয়ের সদস্য সচীব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবকমন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। আলোচনা শেষে ২০জন শিক্ষার্থীদের মাঝে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ১২জনকে জনপ্রতি ৬হাজার টাকা ও ৮জনকে জনপ্রতি ৩ হাজার টাকা করে সমমানের চেক প্রদান করা হয়।