চা বিক্রেতা রাব্বুল। পিতা মৃতঃ আজিজুর রহমান। বাড়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার গোহালবাড়ীর কালিতলায় গ্রামে। নিজের কোন জায়গা-জমি না থাকায় শশুর বাড়ীতে বসবাস করেন রাব্বুল। দরিদ্র রাব্বানির ২ ছেলে ১ মেয়ে। অভাবের সংসারে কালিতলায় এক চায়ের দোকান দিয়ে কোন রকম সংসার চালাতেন। একসময় বাজার থেকে ১টি উন্নত জাতের বেদানার গাছ ক্রয় করে তার শ্বশুর বাড়ীর ভিতর আঙ্গীনায় লাগান। গাছটি বড় হয়ে উঠে। ফলও ধরে। এ গাছ দেখে তার মনে বেদানা চাষ করার স্বপ্ন জাগে। ২০১৩ সালে তার লাগানো এ একটি গাছ থেকে কাটিং করে ১৬টি চারা তৈরী করেন। অন্যের ১০ কাঠা জমি লীজ নিয়ে ১৬টি চারা রোপন করেন। এখান থেকে ভালো ফলন পাওয়ায় রাব্বানি এ বাগান থেকে আবারও ৩ শত চারা তৈরী করেন। এবার ১ বিঘা জমি লীজ নিয়ে চারা রোপন করেন। অভাবের সংসার চালাতে হিমসিম খাওয়ায় সংসারের সকল সদস্য নিয়ে পাড়ি জমালেন ঢাকা মিরপুরে। সেখানে গিয়ে জীবনযুদ্ধ শুরু করেন। প্রথমে ভ্যান চালিয়ে সংসার চালান। ভ্যান চালানোর আয় থেকে বেদানার বাগানে সার কীটনাশকসহ যাবতিয় খরচ চালাতে থাকেন। পরে তিনি ২ ছেলেকে নিয়ে একটি চায়ের দোকান ভাড়া নিয়ে চা বিক্রয়ের ব্যবসা শুরু করেন। সে চায়ের দোকানের আয় ও ভোলাহাটের এনজিও সংস্থার কাছ থেকে নেয়া লোনের টাকায় বেদানা চাষ অব্যহত রেখেছেন। তিনি বলেন, তার বেদানা বাগানে চ্যানেল আই ও দীপ্ত টেলিভিশনের কৃষি বিভাগের নিয়মিত অনুষ্ঠান দেখে বেদানা চাষ করেন। বেদানা বাগানে কখন কি প্রয়োজন বন্ধুদের মাধ্যমে ভিডিও ধারন করে প্রয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা করেন। নিজের কৌশলে বাগানের পরিচর্চা করে থাকেন।তিনি বলেন, ১ বিঘা জমিতে বেদানা চাষ করতে গিয়ে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ টাকা খরচ হয়েছে। বেদানার বাগান থেকে আয় ধরেছেন ফল বিক্রয় করে সাড়ে ৭ লাখ টাকা, চারা বিক্রয় করে প্রায় ৬০ লাখ টাকা। ঢাকায় তার বাসার ৫তলা খুপড়ি ছাদে বিভিন্ন জাতের কাঠ লিচু, বেদানা, চেরিফল, ক্যাপসিক্যাসসহ নানা গাছ টোবে লাগানো আছে। সেখান থেকে তিনি বাজারজাত করবেন চারাগুলো বলে জানান। এদিকে ফল ও চারা বাজারজাত করবেন ভোলাহাটসহ দেশের বিভিন্ন এলাকায়। তিনি এ প্রতিবেদককে বলেন, বিদেশ থেকে বেদানা আমদানি করার দরকার নাই দেশেই ফলবে বেদানা। এতে দেশের মানুষ কম দামে বেদানা ক্রয় করার সুযোগ পাবে। বাংলাদেশ সোনার বাংলা। এদেশের আবহাওয়া বেদানা চাষের উপযোগি। দেশের মাটিতে সব ফসল ফলানো সম্ভব বলে দাবী তার। বেদানা চাষে আগ্রহের কথা বলতে গিয়ে তিনি বলেন, আম চাষ করে যে আয় হবে তার থেকে বেদানায় আয় বেশী হবে। রাব্বানী বলেন, খুব দ্রুত ভোলাহাট উপজেলার প্রায় ৭৪ হাজার ভোটারের মাঝে ১টি করে তার বেদানার চারা বিনামূল্যে প্রদান করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বেদানা চাষে উৎসাহিত করার জন্য তাকেসহ দেশের মানুষকে সহজ সুদে ও সহজ উপায়ে লোন দেয়ার দাবী করেছেন সরকারের কাছে।