রাজশাহীর বাঘায় ৩০৫ পিচ ইয়াবাসহ পৃথকভাবে র্যাব-৫ ও পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে। সোমবার সন্ধ্যায় তাদের পৃথকভাবে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বাঘা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, রাজশাহী র্যাব-৫ এর একটি দল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে হরিরামপুর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে আবদুল মুন্নাফ মুন্নাকে ২৯০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। এ বিষয়ে রাজশাহী র্যাব-৫ এর এসআই জয়দেব কুমার বশু বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন।
অপর দিকে বাঘা বাস স্ট্যান্ড এলাকা থেকে উত্তর গাওপাড়া গ্রামের কিরামন প্রামানিকের ছেলে রবিউল ইসলামকে ১৫ পিচ ইয়াবাসহ বাঘা থানার পুলিশ আটক করেছে। এ বিষয়ে বাঘা থানার এসআই মুনসুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার ওসি মহসীন আলী বলেন, গতকাল মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।