রাজশাহীর মোহনপুরে স্বামীর চাহিদামত যৌতুক দিতে না পারায় এক সন্তানের জননী গৃহবধুকে বেদম মারপিট করার পর ধারালো হাসুয়া দিয়ে মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে। মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানোর পর গৃহবধুর সোমবার রাতে বাবা শফিকুল ইসলাম থানায় অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলা সিন্দুরী গ্রামের মৃত মৃত মুন্তাজ সরকারের ছেলে রুবেল সরকারের সাথে বাদেজোল গ্রামের শফিকুল ইসলামের মেয়ে খাদিজা আক্তার (২৫) এর ৫ বছর পূর্বে বিয়ে হয়। তাদের সংসারের ৪ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের দেড় বছর পর থেকে যৌতুকের জন্য স্বামী রুবেল সরকার প্রায় সময় গৃহবধু খাদিজা আক্তারকে মারপিট ও মানুষিক নির্যাতন করত। মেয়ের সুখের কথা ভেবে জামাইকে তিনবারে যৌতুক হিসেবে ১ লাখ ৬৩ হাজার টাকা দেয়। গত ৩০এপ্রিল স্বামী রুবেল সরকার গৃহবধু খাদিজা আক্তারকে বাবার বাড়ি থেকে ১ লাখ টাকা যৌতুক নিয়ে আনার জন্য জন্য চাপ সৃষ্টি করে। যৌতুকের টাকা নিয়ে না আসায় রাত ৮ টার সময় প্রথমে গৃহবধুকে মারপিট করার পর ধারালো হাসুয়া দিয়ে মাথার চুল কেটে নির্যাতন করে। খবর পেয়ে গৃহবধুর বারা শফিকুল ইসলাম জামাই রুবেলের বাড়ি থেকে মেয়েকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান।
মোহনপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবুল হোসেন জানান, গৃহবধুর বাবা থানায় অভিযোগের পর থেকে আসামি রুবেল সরকারকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।