ভ্যান চালিয়ে ও রড় মিস্ত্রির কাজ করে এসএসসি পাশ করছে আলিফ হোসেন। গতকাল সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ৪.১১ জিপিএ পেয়ে পাশ করেছে।
আলিফ হোসেনে তকিনগর আইডিয়াল হাইস্কুল এ- কলেজ থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ফুড ফসেসিং এ- প্রিজার্ভেশন বিষয়ে এসএসসি পরীক্ষা দেয়। অভাবের সংসার। পড়ালেখার পাশাপাশি আলিফকে রোজগার করতে হয়। আলিফ হোসেন রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নুরনগর খয়েরমিল গ্রামের আথ ক্রয় কেন্দ্রের পেছনে বাবা, মা ও ছোট বোন নিয়ে বসবাস করে। তার বাবা আমিরুল ইসলাম। বাড়ির ভিটা ছাড়া কোন জমি নেই। আলিফ হোসেনের বাবা শারিরিক অসুস্থতার কারণে কাজ করতে পারেনা। এইজন্য তাকে সংসারের হাল ধরতে হয়েছে। সে পড়া লেখার পাশাপাশি ভ্যান চালায়। স্কুলে ভর্তি হলেও নিয়মিত ক্লাস করতে পারেনি। বর্তমানে রাস্তায় মানুষ যাতাযাত কম হওয়ায় ১০ দিন আগে চট্রগ্রামের পতেঙ্গা বিমানবাহীর ক্যান্টনমেন্টে রডের কাজে গিয়েছে। সেখানে প্রতিদিন নিজের খেয়ে ৪০০ টাকা মুজুরি পাচ্ছে।
আলিফ হোসেন জানায়, পড়ালেখা করতে ভাল লাগে। শত কষ্টে হলেও পড়ালেখা শেষ করতে চাই। বাবার কোন জমিজমা নেই। আড়াই কাঠা জমির উপর বাড়ি। একঘরে আমি ও অন্য ঘরে বাব-মা ও ছোট বোন থাকে। বাবার শরীরটা ভালো না। সংসারে আমি যা রোজগার করি তা দিয়ে সংসার চলে। পাশাপাশি লেখা পড়া করছি। এ ছাড়া আড়ানী স্টেশন বাজরের কয়েকটি কাপ নিয়ে মা চা বিক্রি করে। এখানকার কিছু আয় থেকে ও আমার রোজগারের উপর সংসার চলে। তবে কেউ আর্থিকভাবে সহযোগিতা করলে ভ্যান চালানো ও রডের কাজ বাদ দিয়ে মায়ের চা এর দোকান বড় করলে এ কাজ করা লাগতো না। তবে শত কষ্ট করেও লেখাপড়া চালিয়ে যাচ্ছি। অভাব অনটনের কারণে ঠিকমত ক্লাস করতে পারেনি। তবে পরীক্ষায় ৪.১১ পেয়ে খুশি।
নাটোরের বাগাতিপাড়া উপজেলার তকিনগর আইডিয়াল হাইস্কুল এ- কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন বলেন, আলিফ হোসেন ন¤্র ও বিনয়ী। সে লেখাপড়ার পাশাপাশি ভ্যান চালায়। ছাত্র হিসেবে ভালো।
আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক রাজ বলেন, আলিফ হোসেনের পরিবারকে পৌরসভা থেকে সহযোগিতা করার সাধ্যমতো চেষ্টা করি।