সিরাজগঞ্জের রায়গঞ্জে ২ নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট, জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে অত্র ইউপি চেয়ারম্যান আবু হেনা মোঃ মোস্তফা কামাল রিপনের সভাপতিত্বে অধিবেশনে বাজেট পেশ করেন, ইউপি সচিব মোঃ মেহেদী হাসান। এতে আয় ধরা হয়েছে ১ কোটি ৬২ লক্ষ ১৯ হাজার ৯৮৪ টাকা। ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬১ লাখ ৭৬ হাজার ৯৮৪ টাকা। উদ্বৃত্ত আছে ৪৩ হাজার টাকা। বাজেট সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সদস্য ও নিমগাছী বাজার কমিটির সাধারণ সম্পাদক বরুন কুমার (শংকর), রায়গঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আতিক মাহমুদ আকাশ, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন বকুল, ইউপি সদস্য তছীর উদ্দিন, আবদুল হক, লব কুমার, মহিলা সদস্য আছিয়া, কোহিনুর প্রমুখ। বাজেট সভাটি সঞ্চলনা করেন শাহাদত হোসেন। এছাড়াও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তি ও অত্র ইউপি সদস্য গণ উপস্থিত ছিলেন।