নীলফামারীর সৈয়দপুরে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে ১৭ শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ পেয়েছে ৪৭৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে শতভাগ পাস করেছে তিনটি প্রতিষ্ঠান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ- কলেজ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ পেয়েছে ১৮৩ জন। সরকারি কারিগরি স্কুল ও কলেজ থেকে শতভাগ পাসসহ জিপিএ ৫ পেয়েছে ৯৭ জন। লায়ন্স স্কুল ও কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ৬৯ জন। সানফ্লাওয়ার স্কুল ও কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ৪৩ জন। আল ফারুক একাডেমি থেকে জিপিএ ৫ পেয়েছে ৩২ জন। আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ১১ জন। এছাড়াও জিপিএ ৫ পেয়েছে বোতলাগাড়ী উচ্চবিদ্যালয় থেকে ৭ জন, লক্ষনপুর স্কুল ও কলেজ থেকে ৬ জন, সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয় থেকে ৬ জন, বঙ্গবন্ধু স্কুল থেকে ৫ জন, খালিশা বেলপুকুর স্কুল ও কলেজ থেকে ৩ জন, তুলশীরাম সরকারী বালিকা উচ্চবিদ্যালয় থেকে ৩ জন, ক্যান্টবোড উচ্চবিদ্যালয় থেকে ২ জন, পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে ২ জন, হাজারীহাট স্কুল ও কলেজ থেকে ১ জন। সোনাখুলি মুন্সিপাড়া কামিল মাদ্রাসা থেকে জিপিএ ৫ পেয়েছে ২ জন এবং শ্বাসকান্দর সিনিয়র মাদ্রাসা থেকে জিপিএ ৫ পেয়েছে ২ জন।