ভোলাহাট উপজেলা প্রশাসন ও আম ফাউন্ডেশন ভোলাহাটের যৌথ আয়োজনে সোমবার ৬ এপ্রিল বেলা সাড়ে ১১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে নিরাপদ আম উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভোল্হাাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আম ফাউন্ডেশন ভোলাহাট এর সভাপতি মাহমুদা পারভীন। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, পুলিশ পরিদর্শক(তদন্ত) জাহাংগীর আলম, আম ফাউন্ডেশন সহসভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি আনসার আলী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু, আমচাষী মহতাবউদ্দিন, আমিনুল হক, বেলাল, বিল্পব কুমার, আম ব্যবসায়ী পিয়ার জাহানসহ অন্যরা। মতবিনিময় সভায় নিরাপদ আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ ও বাজারজাতকরণ বিষয়ে মতবিনিময় সভায় সিদ্ধান্ত নেয়া হয়।