নানা অনিয়ম দূর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশের জের ধরে ভূক্তভূগিকে হুমকি দেয়ায় থানায় জিডি হয়েছে। জিডির বিবরণে জানা গেছে, গত ২৮ এপ্রিল ভোলাহাটের স্থানীয় পত্রিকায় ভোলাহাট উপজেলার উল্লাডাংগা গ্রামের মৃতঃ মোন্তাজ আলীর ছেলে কামাল উদ্দিনের বিরুদ্ধে“ভোলাহাটে দলিল লেখক কামালের দৌরাত্ম” শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে কামাল উদ্দিন তার প্রতিবেশি একই গ্রামের মৃতঃ হাজী সফুল মন্ডলের ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুস সোবহানকে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আছেন। ফলে ভোলাহাট থানায় ৬ এপ্রিল জিডি করেছেন আবদুস সোবহান। জিডি নং- ২২৬।