দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে ডাকাতের গুলিতে মোহাম্মদ আমিন (৫৬) নামে একজন গৃহকর্তা নিহত হয়েছেন। রোববার গভীর রাতে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের পূর্ব সেন্টার পাড়ায় ওই ঘটনাটি ঘটে। নিহত আমিন একই এলাকার সৈয়দ আহমদ ছেলে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, গভীর রাতে মোহাম্মদ আমিনের নতুন বাড়ীতে একদল ডাকাত হানা দেয়। এরপর ঘরের দরজা খোলা নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে ডাকাতরা আমিনকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিনি মারা যান। এ প্রসঙ্গে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ডাকাতদের ধরতে বিভিন্ন জায়গায় পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় সোমবার মামলা হয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বাঁশখালীতে ডাকাতির প্রবণতা বৃদ্ধি পেয়েছে।