চাঁপাইমবাবগঞ্জের নাচোলে আমনুরা থেকে আসার সময় আমনুরা-আড্ডা সড়কের ঘিওন মোড়ে সোমবার বিকাল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা গ্রামের সোহরাব হোসেনের ছেলে বাসির(২৫) চাঁপাইনবাগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে নওগাঁ জেলার পতœীতলা যাবার পথে আমনুরা-আড্ডা সড়কের ঘিওন মোড়ে অন্য মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগলে বাসির ছিটকে সড়কের উপর পড়ে যায়। ওই সময় আড্ডার দিক থেকে আসা ট্রাকটি বাসিরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত বাসির নওগাঁ জেলার পতœনীতলা উপজেলার নজিপুরে ধান ক্ষেত দেখতে বেরিয়েছিল বলে তার স্বজনরা জানিয়েছে। এ ব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।