দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসির পরীক্ষার প্রকাশিত ফলাফলে ১লাখ ৯৮ হাজার ৮০৫জন পরীক্ষার্থীর মধ্যে ১লাখ ৬৬ হাজার ১৩৫জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৮৪ দশমিক ১০।
দিনাজপুর শিক্ষাবোর্ডে গতবছরের চেয়ে পাশের হার বাড়লেও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।
এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ২৩ জন। এর মধ্যে জিপি-এ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ৪৮৫১জন এবং ছাত্রীর সংখ্যা ৪১৮২জন।
এবার শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগে ৮ হাজার ৯২৩জন জিপিএ-৫ পেয়েছে, মানবিক বিভাগে ৮২ জন জিপিএ-৫ পেয়েছে এবং বানিজ্যিক বিভাগে ১৮জন জিপিএ-৫ পেয়েছে।
এবারেও পরীক্ষার ফলাফলে জেলা পর্যায়ে পাসের হারে জিপিএ-৫ পেয়ে রংপুর জেলা শীর্ষে।
দিনাজপুর শিক্ষাবোর্ডে ৮জেলার মধ্যে জিপিএ-৫ বেশী রংপুর জেলায়। রংপুর জেলায় পাসের হার ৮৫ দশমিক ২২। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ২৪৩৫জন।
গাইবান্ধা জেলার পাসের হার ৮৭ দশমিক ৪০। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১০২৭জন।
নীলফামারী জেলার পাসের হার ৮৪দশমিক ৫৪। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১১১৬জন।
কুড়িগ্রাম জেলার পাসের হার ৮৩দশমিক ৯১। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৭০৩জন।
ঠাকুরগাও জেলার পাসের হার ৭৯ দশমিক ৮১। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৯৫১জন।
দিনাজপুর জেলার পাসের হার ৮৫ দশমিক ২৩। জিপিএ-৫ পেয়েছে ১৯৯৪জন।
লালমনিরহাট জেলার পাসের হার ৮৩ দশমিক ৩৮। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪২৫জন।
পঞ্চগড় জেলার পাসের হার ৭৮ দশমিক ৭২। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩৭২জন।
গতকাল সোমবার দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান ফলাফল ঘোষনা করেন।
শিক্ষাবোর্ডের অধীন ২৬৩০টি স্কুলের মধ্যে শতভাগ পাশকৃত স্কুলের সংখ্যা ১৩৮টি। এবার একটি স্কুল এ একজনও পাশ করতে পারে নাই।
উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০১৮ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৭৭ দশমিক ৬২। গতবারের চেয়ে এবার ফলাফলে পাসের হার বেড়েছে।