এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা। ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী মোট জিপিএ-৫ পেয়েছে চার হাজার ১৮৯জন পরীক্ষার্থী। যারমধ্যে ছেলেরা পেয়েছে এক হাজার ৯৭২ জন ও মেয়েরা পেয়েছে দুই হাজার ২১৭ জন।
অপরদিকে গতবছর তিন হাজার ৪৬২জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলো। সে হিসেবে এ বছরে ৭২৭টি জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। হিসেব অনুযায়ী পাঁচ বছরের মধ্যে এটাই সর্বোচ্চ জিপিএ-৫ প্রাপ্তির রেকর্ড। সর্বশেষ ২০১৪ সালে সর্বোচ্চ জিপিএ-৫ এর সংখ্যা ছিলো চার হাজার ৭৬২টি। ওই বছরের তুলনায় ২০১৫ সালে এক হাজার ৫৯১টি কমে জিপিএ-৫ দাঁড়ায় তিন হাজার ১৭১টিতে। তারাই ধারাবাহিকতা বজায় রেখে ২০১৬ সালে ২০১৫ সালের থেকে ৫৮টি কমে জিপিএ-৫ এর সংখ্যা দাঁড়িয়েছিলো তিন হাজার ১১৩টিতে। আর ২০১৭ সালে এসে আগের বছরের থেকে ৮২৫টি কমে গিয়ে জিপিএ-৫ এর সংখ্যা দাঁড়িয়েছিলো দুই হাজার ২৮৮টি। তবে ২০১৭ সালের চেয়ে এক হাজার ১৭৪টি বেড়ে ২০১৮ সালে মোট জিপিএ-৫ পেয়েছিলো তিন হাজার ৪৬২ জন পরীক্ষার্থী। আর এবারে তার থেকেও ৭২৭টি জিপিএ-৫ বেড়েছে। এবছরে তিন বিভাগের মধ্যে বিজ্ঞানে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৭৫২জন। মানবিক বিভাগে ২৫৭জন ও বানিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৮০ জন পরীক্ষার্থী।