এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনস্থ দুটি বিদ্যালয়ের কোন পরীক্ষার্থীই পাশ করতে পারেনি। এরমধ্যে ভোলার চরফ্যাশনের শশীভূষণ গার্লস হাইস্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহনকারী নয়জন শিক্ষার্থীর নয়জনই ফেল করেছে এবং পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার চরগঙ্গা আদর্শ সেকেন্ডারি স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহনকারী ৪৩জন শিক্ষার্থীর ৪৩জনই ফেল করেছে। বিষয়টি নিশ্চিত করে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম জানান, দুটি স্কুলের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে।
তিনি আরও জানান, দুটি বিদ্যালয়ে যেমন কেউ পাশ করেনি তেমনি বোর্ডের আওতাধীন ১৭৬টি কেন্দ্রের মধ্যে ৫০টি কেন্দ্রের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। যারমধ্যে বরিশাল সরকারী জিলা স্কুল, বালিকা সরকারী মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল ক্যাডেট কলেজ কেন্দ্র রয়েছে। এদিকে বরিশাল বোর্ডের আওতাধীন এক হাজার ৪২৭টি বিদ্যালয়ের মধ্যে ৫০টি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীরা পাশ করেছে। যারমধ্যে পিরোজপুর জেলায় সর্বোচ্চ ১৮টি, বরিশাল জেলায় ১৬টি, ভোলায় সাতটি, বরগুনায় পাঁচটি ও পটুয়াখালীতে চারটি বিদ্যালয় রয়েছে। তবে ঝালকাঠি জেলায় কোন বিদ্যালয়ই শতভাগ পাশ করেনি।