বাংলাদেশ ব্যাংকের বরিশালের আঞ্চলিক কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে নগরীর বগুরা রোডস্থ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের দ্বিতীয় তলার কয়েন রাখার ভোল্টে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর দেবাশীষ বিশ্বাস জানান, সকাল ১০টা ১০ মিনিটের দিকে ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির হিসেব এখনও নিরূপন করা সম্ভব হয়নি।
কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম পিপিএম জানান, ব্যাংকে দায়িত্বরত পুলিশ সদস্যরা ধোয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। অগ্নিকা-ে ব্যাংকের টাকা পয়সার ক্ষতি না হলেও কিছু কাগজপত্র পুড়ে গেছে। ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে। ব্যাংকের নির্বাহী পরিচালক মনোজ কান্তি বৈরাগী জানান, অগ্নিকান্ডের ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে একটি ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি গঠণ করা হয়েছে।