সিরাজগঞ্জের রায়গঞ্জে গোতিথা গ্রামের সরকারি রাস্তা প্রভাবশালী কর্তৃক বে-দখলের ঘটনা ঘটেছে। সরকারি রাস্তা উদ্ধারের নিমিত্তে গ্রাম বাসির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলা সোনখাড়া ইউনিয়নের গোতিথা মৌজায়, জেএল নং ৩৩, আরএস খতিয়ান নং ১, দাগ নং ৩২৪, জমির পরিমাণ ৬৫ শতক রাস্তা। যাহা জন সাধারনের চলাচলের রাস্তা হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার হত। এদিকে রাস্তাটি দীর্ঘ দিন মেরামত না হওয়ায় ঐ গ্রামের প্রভাবশালী আবদুল আজিজ, শমসের আলী, মতিয়ার রহমান, আবদুর রশিদ ও কৈলাশ চন্দ্র মাহাতো ৬৫ শতক রাস্তা বে-দখল করে বর্তমানে চাষাবাদ করে ভোগ দখল করে আসছে। ঐ সরকারি রাস্তাটি উদ্ধারের নিমিত্তে জন সাধারণনের চলাচলের জন্য গ্রাম বাসির পক্ষ থেকে গত ০২-০৫-২০১৯ইং তারিখে উপজেলা সহকারি কমিশনার বরাবর অভিযোগ দায়ের করেছে আবদুস সামাদ।