চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুঃসাহসিক চুরির ঘটনায় খোয়া গেছে নগদ ৬০ হাজার টাকা ও প্রায় ৪০ হাজার টাকার মালামালসহ দোকানের লেনদেনের হিসাবপত্রের খাতাও। ৪ মে শনিবার দিবাগত গভীর রাতের কোন এক সময়ে নাচোল থানা থেকে মাত্র ৬ শ’ গজের কাছাকাছি দূরে নাচোল বাসস্ট্যান্ড এলাকায় হাসান স্টোরের সেমিপাকা ঘরের পেছন ওয়ালে সিঁদ কেটে এ দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে এদিন দুপুর ২টার দিকে নাচোল থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেছেন হাসান স্টোরের প্রোপ্রাইটর কামরুল হাসান। এর আগে সকাল সাড়ে ৭ টার দিকে নাচোল থানার এসআই সবুর চুরি যাওয়া দোকানের অবস্থা ও তার আশপাশ পরিদর্শন এবং এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করেছেন। নাচোল থানার কর্মকর্তা ইনচার্জ চৌধুরী জোবায়ের জানান এ ঘটনাটি অধিক গুরুত্বের সাথে থানা পুলিশ এবং সোর্সের মাধ্যমে অনুসন্ধান চালানো হচ্ছে।