বাংলাদেশ আন্ত: শিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের কর্মসুচীর অংশ হিসাবে দিনাজপুর শিক্ষাবোর্ডে ১১-১৬ গ্রেডভুক্ত কর্মচারীদের গ্রেড ও পদবী পরিবর্তনের দাবীতে মানববন্ধন পালিত হয়েছে।
গতকাল রবিবার সকাল ১১টায় দিনাজপুর শিক্ষাবোর্ডের সামনে দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়ন এ মানববন্ধন পালন করে।
মানবন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: গোলাম রবানী।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন অংশ নেন সহ সভাপতি রতন চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক মো: আজিজার রহমান, অর্থ সম্পাদক মো: হেলাল উদ্দিন ছিলেন চৗধুরী, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মো হায়দার আলী, সাবেক সভাপতি মো: মাসুদ আলম।