নার্স ঃ “সবার জন্য স্বাস্থ্য অর্জনে সোচ্চার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস ও ফ্লোরেন্স নাইটিংগেল’র ১৯৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল, দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপতাল, দিনাজপুর নার্সিং ইনস্টিটিউট, দিনাজপুর নার্সিং কলেজসহ বিভিন্ন বেসরকারী নার্সিং ইনস্টিটিউট ও কলেজ বিভিন্ন কর্মসূচি পালন করে।
কর্মসূচীর মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা, জন্মদিনের কেক কাটা, ফিতা কাটা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের সেবা তত্বাবধায়ক মোছাম্মাৎ সুরাইয়া জেবীন ও উপ-সেবা তত্বাবধায়ক খন্দকার সুফিয়া আক্তার বানু’র নেতৃত্বে সিভিল সার্জন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালীতে ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. আহাদ আলী, দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আবদুল কুদ্দুস, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. পারভেজ সোহেল রানা, দিনাজপুর সেবা ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ বেগম রোকেয়া সিদ্দিকা, ডিপ্লেমা নার্সেস অ্যাসোসিয়েশন দিনাজপুর জেনারেল হাসপাতাল শাখার সভাপতি মো. মজিবর রহমানসহ অন্যান্য নার্সিং কর্মকর্তা ও নার্সিং ইনসিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে জেনারেল হাসপাতাল মিলনায়তনে সেবা তত্বাবধায়ক মোছাম্মাৎ সুরাইয়া জেবীন’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে দিনাজপুর এম আব্দর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের আয়োজনে হাসপাতাল ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে হাসপাতাল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় হাসপাতাল ক্যাম্পাসে শেষ হয়। র্যালিতে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ সকল নার্সিং সুপারভাইজার ও অন্যান্য নার্সিং কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এছাড়াও আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে দিনাজপুর নার্সিং কলেজ, দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটসহ অন্যান্য বেসরকারী নার্সিং ইনস্টিটিউট আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে পৃথক