
ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার এজহারভুক্ত আসামি ও আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি দেওয়া শাহাদাত হোসেন শামীমকে দ্বিতীয় দফা রিমান্ড নিলে তার দেওয়া তথ্য অনুযায়ী তার ব্যবহৃত বোরকাটি উদ্ধর করে পিবিআই। শনিবার সকালে সোনাগাজী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা সংলগ্ন পুকুর থেকে বোরকাটি উদ্ধার করা হয়।
এদিকে বিকেলে ফেনীর জৈষ্ঠ বিচারিক হাকিম ধ্রুব জ্যতি পালের আদালতে রিমান্ড শেষে এজহারভূক্ত দুই আসামি শাহাদাত হোসেন শামীম ও জাবেদ হোসেনকে দুই দিনের রিমান্ড শেষে তোলা হয়। পরে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
ইতিপূর্বে আসামি শাহাদাত হোসেন শামীমকে দুই দফা ও জাবেদ হোসেনকে তিন দফা রিমান্ডে নিয়েছিলো পিবিআই। গত ১৪ এপ্রিল আসামি শাহাদাত হোসেন শামীম ও ২০ এপ্রিল জাবেদ হোসেন হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছিলো।