নওগাঁর পতœীতলায় ঘূর্ণীঝড় ফণীর প্রভাবে শনিবার গভীর রাত থেকে দুপুর ২টা পর্যন্ত ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়েছে। মাঝে মাঝে দমকা হাওয়া ও অবিরাম বর্ষণের কারণে মানুষের স্বাভাবিক জীবণ যাত্রা অচল হয়ে পড়ে। দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মানুষ ঘর হতে বের হতে পারেনি। ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঝড়ো হাওয়ার কারণে চাকুরীজীবিরা কর্মস্থলে যেতে পারেনি। এছাড়াও প্রচন্ড ঝড়ের কারণে মাঠের উঠতি বোরো ধান মাটিতে নুইয়ে পড়ায় ধানের ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে উপজেলার দোচাই, গোহাড়া, বরহট্রি, রঘুনাথপুর গ্রামে ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, প্রায় ২৫ভাগ মাঠের আধা-পাকা উঠতি বোরো ধান মাটিতে নুইয়ে পড়েছে। মাঠে জমে যাওয়া পানিতে হাবুডুবু খাচ্ছে এ সকল ধান। রঘুনাথপুর গ্রামের কৃষক আনিছুর জানান তিনি ১০বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছেন যার ৮০ভাগই পড়ে গেছে। এ সকল ধানের অর্ধেক ফলন পাওয়া যাবে। দোচাই গ্রামের কৃষক বিপ্লব জানান, তিনি ১৫ বিঘা জমিতে ধান লাগিয়েছেন। ঝড়ের কারণে প্রায় ১০ বিঘা জমির ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। ধান ছাড়াও পটল, করল্লা, পেঁপে, কলার ক্ষেত ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও কৃষকরা জানান। এদিকে ঘূর্ণীঝড় ফণীর প্রভাবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও উপজেলা প্রশাসন হতে পূর্ব সর্তকর্তা ব্যবস্থা গ্রহণের ফলে প্রাণহানীর কোন খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকারের সাথে কথা বললে তিনি জানান, ঝড়ের কারণে মাটিতে ধান পড়ে যাওয়ায় উৎপাদন কিছুটা কম হবে।