লক্ষ্মীপুরে প্রভাবে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ৩ শতাধিক ঘর-বাড়ী বিধ্বস্তসহ ঝড়ের বাতাশে উড়ে গিয়ে গাছে ডালায় আটকে নিহত হয়েছেন আনোয়ারা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা। গাছে ঝুলে ছিল ওড়না। শনিবার রাত সাড়ে ৩ টা থেকে সকাল ৮টা পর্যন্ত বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে চর আলগী ইউনিয়নের নেয়ামতপুর এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত আনোয়ারা বেগম চর পোড়াগাছা এলাকার মৃত সফিক উল্লাহ্র স্ত্রী। পুলিশ জানান,চর পোড়াগাছা ইউনিয়ন থেকে চর আলগী ইউনিয়নের নেয়ামতপুর এলাকায় ময়ের শশুর বাড়ীতে বেড়াতে এসে ঝড়ের দুর্ঘটনায় প্রাণহারায়। ওইদিন একই ঘটনায় বিভিন্নস্থানে ৩ শতাধিক ঘর-বাড়ী বিধ্বস্তসহ আহত হন জন নারী ও পুরুষ ৩০জন। নিহতের বাড়ীতে চলছে শোকের মাতম।
এ ঘটনার পর দুপুরে রামগতি উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হকসহ স্থানীয় উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শ করেছেন।
রামগতি থানাও ওসি এটি এম আরিসুল হক এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন আহতের উদ্ধার করে পুলিশ তাদের চিকিৎসা নিশ্চিত করেছেন। তবে এখনো পর্যন্ত এক নারী নিহতসহ আহত রামগতিতে ১৫/২০ আহতসহ ঝড়ে ৩ শতাধিক ঘর-বাড়ী বিধ্বস্ত হয়। আইনশৃঙ্কলা রক্ষায় পুলিশ সহায়তা করছেন।
জানাগেছে, ঘূনিঝড় ফনির প্রভাবে লক্ষ্মীপুরে শনিবার রাত সাড়ে ৩ টা থেকে সকাল ৮টা পর্যন্ত বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ৩ শতাধিক ঘর-বাড়ী বিধ্বস্তসহ চর পোড়াগাছা ইউনিয়ন থেকে চর আলগী ইউনিয়নের নেয়ামতপুর এলাকায় মেয়ের শশুর বাড়ীতে বেড়াতে আসা আনোয়ারা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
নিহতের ছেলে সিরাজ ও আজাদ জানান, গত ১০/১৫ আগে চর আলগী নেয়ামতপুর এলাকায় তার মা নিহত আনোয়ার বেগম তাদের বড় বোন ছলেমা খাতুন বাড়ীতে বেড়াতে আসেন। এরপর শ্রক্রবার থেকে ঘূনিঝড় ফনির প্রভার শুনে তিনি বাড়ী ফেরেনী। ভোর বেলায় ঝড়ে ছলেমান খাতুনের আধাপাকা ঘরের টিনের চাল উড়ে যায় এ সময় তাদের মা বাতাসে উড়ে গিয়ে বাড়ীর পাশের্^ গাছে লটকে থাকে। পরে স্থানীয় বৃষ্টির পর উদ্ধার করলে ততক্ষণে তার মা মারা যায়। শেষ বয়সে তাদের মায়ের চীর বিদায় এভাবে জীবন কেরে নিয়ে তা তারা ভাবতে পারেনি বলেই দুই ঝড়িয়ে ধরে কেঁেধ উঠেন।
জানাগেছে, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে মেঘনা নদীর পানি উচ্চতা ৪/৫ ফুট বেড়ে যাওয়ায় জেলার রামগতি, কমলনগর, সদর ও রায়পুর উপজেলার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। রায়পুর উপজেলার টুনুরচর, চর কাছিয়া, চর জালিয়া, চর ঘাসিয়া, সদর উপজেলার চর রমণী মোহন, চর মেঘা, রামগতি উপজেলার চর আলগী, বিচ্ছিন্ন দ্বীপ চর আবদুল্লাহ, চর গজারিয়া, তেলিরচর ও বয়ারচর এলাকার ঘর-বাড়ীগুলোতে জোয়ারের পানি ঢুকে পড়ায় মানুষ পানিবন্দী হয়ে পড়লে পরে তারা নৌকায় এসে নিরাপদ আশ্রয় নেয়।
এছাড়া ঝড়ে রায়পুর ও রামগতিসহ জেলার বিভিন্ন স্থানে শতাধিক গাছ-পালা উপড়ে পড়েছে। ঝড়ে চর পোড়াগাছা ইউনিয়নের মালেক মোল্লা উচ্চবিদ্যালয়ের একটি টিনসেড ঘরও বিধ্বস্ত হয়েছে। এছাড়াও প্রবল জোয়ারের ফলে কমলনগর উপজেলার মাতাব্বরহাট এলাকার মেঘনানদীর তীর রক্ষা বেড়ীবাঁধটিতে আংশিক ধ্বস দেখা দেয়ায় এলাকার লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার দুপুর থেকে জেলার বেশির ভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন ঘর-বাড়ী বিধ্বস্ত ও পানিবন্দী এলাকার লোকজনকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছেন। শুক্রবার দুপুর থেকে জেলার বেশির ভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মাহফুজুর রহমান জানান,গত রাত ১২টা পর থেকে ভোররাত পর্যন্ত২৭৫ টি কাঁচাঘর বাড়ি বিধ্বস্ত হয়সহ অর্ধ বিধস্থ হয় ১৫৫ টি। ৭৬টি আশ্রয়নকেন্দ্রসহ প্রায় ২শতাধিক শিক্ষা-প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে প্রায় ১৫ হাজার মানুষ। ঘূর্ণিঝড় ফণিআঘাত হানলে প্রাণহানি এড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে তারা নিরাপদে সরে এসেছেন। আশ্রয় নেওয়া মানুষের দেখভালসহ যাবতীয় কাজে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। এসব মানুষদের শুকনো খাবার ও বিভিন্ন ধরনের ওষুধ দেয়া হচ্ছে। এ ছাড়া ৩৭৫টি মে.টন চাল,২ হাজার ৫০০ বস্তা বিস্কুট ও নগদ ৮ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। এ ছাড়া ঝড়ে বৃদ্ধা আনোয়ারা বেগম (৭৫) নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।