ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতে বরিশাল বিভাগে চারজন নিহত হয়েছেন। তাদের প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিক অর্থ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিভাগীয় কমিশনার।
শনিবার দুপুরে বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস জনকণ্ঠকে জানান, শুক্রবার রাতে ঝড়ে বরগুনার পাথরঘাটা উপজেলায় গাছ চাঁপায় দুইজন, ভোলা সদরে একজন ও পটুয়াখালীর কলাপাড়ায় গাছ চাঁপায় একজনসহ মোট চারজন নিহত হয়েছেন। তিনি আরও জানান, নিহতদের পরিবারকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়ার জন্য স্ব স্ব জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় চারটি গ্রাম এবং কলাপাড়া উপজেলায় পাঁচটি গ্রাম বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। বরিশালের উজিরপুর উপজেলার সাতলা বাগদা বেরিবাঁধের ১৫ মিটার ক্ষতিগ্রস্ত হওয়ায় তাৎক্ষনিক তা মেরামত করা হয়েছে। অপরদিকে ঝড়ো বাতাসে বিদ্যুত লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত পুরো জেলাজুড়ে বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে।