বেসরকারী শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তনের প্রতিবাদসহ ৫ দফা দাবীতে শিক্ষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) দিনাজপুর শাখার শিক্ষক-কর্মচারীরা।
গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি(বাকশিস) দিনাজপুর শাখার ব্যানারে সমাবেশ ও সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করে।
প্রেসক্লাবের সম্মুখ সড়কে সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো: মাহবুবুর রহমানের সভাাপতিত্বে বক্তব্য রাখেন বাকশিস দিনাজপুর শাখার সাধারন সম্পাদক মো: আতিকুর রহমান নিউ, পাচঁবাড়ি কলেজের প্রভাষক ও বাকশিসের কোষাধ্যক্ষ মো: ইকবাল হোসেন, মো: রোস্তম আলী,এনামুল হক সরকার,অধ্যক্ষ মো: জালাল উদ্দীন,আখতারুজ্জামান চৌধুরী ও গোলাম মোস্তফা।
উল্লেখ্য, বাকশিসের ৫ দফা দাবীর মধ্যে রয়েছে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তনের গেজেট প্রত্যাহার, শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাষ্ট ও অবসর সুবিধার পরিবর্তে পূর্ণাঙ্গ পেনশন সুবিধা চালু, অধ্যক্ষ-উপাক্ষ্যক্ষ,প্রধান শিক্ষক-সহকারী প্রধান শিক্ষক নিয়োগের নতুন নীতিমালা বাতিল করে পুরাতন নীতিমালা বহাল, নিয়োগ প্রাপ্ত অর্নাস-মার্স্টাস পর্যায়ের শিক্ষক এবং নন-এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও ভুক্তকরন, শিক্ষক-কর্মচারীদের সন্মানজনক বাড়ি ভাড়া, পূর্ণাঙ্গ উতসব ভাতা ও চিকিৎসা ভাতা প্রদান করতে হবে।