চলমান মৌসুমে গোল্ডেন বুট অজর্নের জন্য লিওনেল মেসিকে পাল্লার জন্য ধঅরে কাছেও যখন কেউ নেই ঠিক তখনি পিছন থেকে এই অজর্নে ভাগ বসাতে যাচ্ছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু এমবাপেও ছিটকে গেছেন ইউরোপের সর্বোচ্চ গোলস্কোরারের দৌড় থেকে। কারণ, লিগ ওয়ানে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন পিএসজির ২০ বছর বয়সী ফরোয়ার্ড।
কোপা ডে ফ্রান্সের ফাইনালে রেনেঁর খেলোয়াড় ড্যামিয়েন ডা সিলভাকে বিপজ্জনক ভাবে ফাউল করেছিলেন এমবাপে। সঙ্গে সঙ্গে তাকে লালকার্ড দেখান রেফারি। পরে টিভি রিপ্লেতে দেখা যায় অনেকটা ইচ্ছাকৃতভাবে সিলভার হাঁটুতে লাথি চালিয়েছিলেন এমবাপে। তাতে তার শাস্তিও বেড়েছে।
লিগ ওয়ানে এখনো চার ম্যাচ বাকি আছে পিএসজির। নিষেধাজ্ঞায় পড়ায় নিস, অ্যাঙ্গার ও ডিওয়েনের বিপক্ষে এমবাপেকে পাচ্ছেন কোচ থমাস টুখেল। শঙ্কা থাকছে নেইমারকে নিয়েও। এমনিতেই চ্যাম্পিয়ন্স লিগে রেফারিকে গাল দিয়ে তিন ম্যাচ নিষেধাজ্ঞায় আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কাপ ফাইনালে দর্শককে ঘুষি মেরে শাস্তির ঝুঁকিতে আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দোষী প্রমাণিত হলে তিন থেকে আট ম্যাচ নিষিদ্ধ হতে পারেন সর্বোচ্চ দামী ফুটবলার।