ঘূনিঝড় ফনির প্রভাবে লক্ষ্মীপুরে রামগতিতে ঘরচাপা পড়ে নিহত হয়েছেন আনোয়ারা বেগম (৭০)। এসময় আহত হয় আরো ১০ জন । আহতদের রামগতি উপজেলা স্বাস্থ্য কম্পকেক্্য্র ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের বাড়ীতে চলছে শোকের মাতম।
এ তথ্য রামগতি উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ রফিকুল হক নিশ্চিত করেছেন। এছাড়া ঘুর্নিঝড় ফনীর প্রভাবে সৃষ্ট ঝড়ে উপজেলার চরগজারিয়া, তেলিরচর, বয়ারচর, চরআবদুল্লাহ এলাকায়সহ রায়পুর ও কমলনগর উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি হিসেব অনুযায়ী ২৭৫ টি কাঁচাঘর বাড়ি বিধ্বস্ত হয়সহ অর্ধ বিধস্থ হয় ১৫৫ টি। অপরদিকে মেঘনায় অস্বাভাকিব জোয়ার ও প্রবল ঢেউয়ে নিমাঞ্চল প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। এতে করে আতংকে নদী পাড়ের কয়েক লাখ মানুষ।
জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মাহফুজুর রহমান জানান,গত রাত ১২টা পর থেকে ভোররাত পর্যন্ত২৭৫ টি কাঁচাঘর বাড়ি বিধ্বস্ত হয়সহ অর্ধ বিধস্থ হয় ১৫৫ টি। ৭৬টি আশ্রয়নকেন্দ্রসহ প্রায় ২শতাধিক শিক্ষা-প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে প্রায় ১৫ হাজার মানুষ।
ঘূর্ণিঝড় ফণি আঘাত হানলে প্রাণহানি এড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে তারা নিরাপদে সরে এসেছেন। আশ্রয় নেওয়া মানুষের দেখভালসহ যাবতীয় কাজে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। এসব মানুষদের শুকনো খাবার ও বিভিন্ন ধরনের ঔষধ দেয়া হচ্ছে। এছাড়া ৩৭৫টি মে.টন চাল,২ হাজার ৫০০ বস্তা বিস্কুট ও নগদ ৮ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে।