চাটমোহর প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভা শুক্রবার সকালে সাপ্তাহিক চাটমোহর বার্তা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহ্বায়ক ও সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন,এম এস আলম বাবলু,হেলালুর রহমান জুয়েল,মহিদুল ইসলাম খান,মোঃ জাহাঙ্গীর আলম,এম এ জিন্নাহ,রফিকুল ইসলাম রনি,শেখ মোঃ সালাহ উদ্দিন ফিরোজ,মুস্তাফিজুর রহমান,এস এ মারুফ,আলমগীর কবির,রেজাউল করিম,আনিসুর রহমান প্রমূখ। সভায় চাটমোহর প্রেসক্লাবের কথিত কমিটর মেয়াদ প্রায় দেড় বছর আগে উত্তীর্ণ হয়ে গেলেও কতিপয় ব্যক্তি তা কব্জা করে রেখে নানাভাবে অপপ্রচার ও সুবিধা আদায় করছেন বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। একই সাথে অসাংবাদিকদের আস্ফালনে চাটমোহরবাসী উদ্বিগ্ন বলে মত প্রকাশ করেন। এ কারণে প্রকৃত সাংবাদিকদের নানা সমস্যা ও আগামীর পথচলা স্বাভাবিক করতে কমিটি গঠণের জন্য সবাই মত প্রকাশ করেন। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাক চাটমোহর প্রতিনিধি হেলালুর রহমান জুয়েলকে সভাপতি ও আলোকিত বাংলাদেশের চাটমোহর প্রতিনিধি ও স্বাধীন খবর ডট কমের সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে প্রেসক্লাবের গঠণতন্ত্র মোতাবেক ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠণ করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি এম এস আলম বাবলু (দৈনিক যায়যায়দিন),সহ-সম্পাদক শেখ মোঃ সালাহ উদ্দিন ফিরোজ (দৈনিক স্বতঃকন্ঠ),অর্থ সম্পাদক মহিদুল ইসলাম খান ( স্টাফ রিপোর্টার,দৈনিক পাবনার খবর).দপ্তর সম্পাদক আলমগীর কবির ( স্টাফ রিপোর্টার,দৈনিক আমাদের বড়াল),সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম এ জিন্নাহ (দৈনিক ভোরের দর্পন),প্রচার সম্পাদক মোঃ রেজাউল করিম (দৈনিক পাবনার আলো) এবং কার্যকরী সদস্য এস এম হাবিবুর রহমান (সম্পাদক,সাপ্তাহিক চাটমোহর বার্তা),রফিকুল ইসলাম রনি (সম্পাদক,সাপ্তাহিক চলনবিলের আলো) ও মোঃ মুস্তাফিজুর রহমান (দৈনিক বাংলার বার্তা)।