কাহারোলে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণীর ছাত্রী। বরের ৭দিনের কারাদন্ড। দিনাজপুরের কাহারোল উপজেলা নির্বাহী অফিসারের অত্যান্ত প্রচেষ্টার ফলে ঈশানপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে বাল্য বিবাহর হাত থেকে রক্ষা করেছেন। জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঈশানপুর বদলী পাড়া গ্রামে গত ২ মে’১৯ রাত আনুমানিক ১১ টার দিকে গোপন সংবাদেও ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাসিম আহমেদ ঈশানপুর গ্রামে আনোয়ার হোসেনের বাড়িতে বিবাহ অনুষ্ঠান চলাকালে এ সময় উপস্থিত হয়ে দশম শ্রেণীর ছাত্রী (১৪) কে বাল্য বিবাহ থেকে রক্ষা করেন এবং ভ্রাম্য মান আদালত পরিচালনা করে দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ গ্রামের মোঃ রাজুর ছেলে মোঃ রুবেল ইসলাম (২২) কে বাল্য বিবাহ আইন ২০১৭ এর ৭ (১) ধারা মোতাবেক ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়ি থেকে অত্র ইউনিয়নের বিবাহ নিকাহ্ রেজিষ্টার মোঃ মেসবাউল ইসলাম এবং ছেলের বাবা বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।