নওগাঁর পতœীতলায় ভূমি বিভাগের কর্মকর্তাদের যোগসাজেশে দোস্ত মোহাম্মদ নামে এক ব্যক্তি অবৈধভাবে ১০.৫০একর সরকারি সম্পত্তি নিজের নামে খারিজ করে নেওয়ায় সমুদয় সম্পত্তির খারিজ কেস বাতিল করা হয়েছে। গত ০২/০৪/২০১৯ তারিখে এক আদেশের মাধ্যমে পতœীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফুল ইসলাম ৩৬৭৬/৯-১/১৬-১৭, ৩৭৫০/১৬-১৭, ৩৭০৩/১৬-১৭, ৩৬৭৮/৯-১/১৬-১৭ নং খারিজ কেস বাতিলের এই আদেশ দেন এবং উল্লিখিত পরিমাণ সম্পত্তি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে দখল গ্রহণ অন্তে জরুরী ভিত্তিতে প্রতিবেদন দেওয়ার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেন।
সরেজমিনে ঘটনার অনুসন্ধান ও আদেশ পত্র যার নং-০১.০২.০৩/১৩/২০১৮-১৯ ও ২৬৮/১৩/২০১৭-১৮ হতে জানা গেছে উপজেলার বাদপুঁইয়া গ্রামের রসিক চন্দ্র সরকারের পুত্র সুনিল চন্দ্র সরকার খারিজ কেসে বর্ণিত কাঞ্চন, পুঁইয়া, বাদপুঁইয়া ও ঘুঘুমারি মৌজায় অবস্থিত ১০.৫০একর সম্পত্তি তাঁর দাদু, জেঠ্যা ও কাকুর ওয়ারিশসূত্রে প্রাপ্ত বলে দাবী করেন। আরএস রেকর্ড জরীপ সময়ে তাঁরা ভারতে অবস্থান করায় রেকর্ড এনিমি প্রোপাটি ল্যান্ডস এ- বিল্ডিং হিসাবে প্রকাশিত হয়। যার কারণে তাঁরা বিজ্ঞ জেলা যুগ্ম জর্জ আদালতে বাটোয়ারা মামলা দায়ের করেন। যার মামলা নং-৬১/২০১৬। তাঁরা কাঞ্চন মৌজায় অবস্থিত তাদের সম্পত্তি নিজ নামে নামজারী করেন আবার একই সম্পত্তি বিবাদী বাদপুঁইয়া গ্রামের মৃত সাইজ উদ্দিনের পুত্র দোস্ত মোহাম্মদ আলীও পরবর্তিতে নাম জারী করেন। এর প্রেক্ষিতে তাঁরা প্রতিপক্ষের নামে ৩৬৭৬/৯-১/১৬-১৭, ৩৭৫০/১৬-১৭, ৩৭০৩/১৬-১৭, ৩৬৭৮/৯-১/১৬-১৭ নং নামজারী বাতিল চান।
অন্যদিকে মামলার শুনানীতে বিবাদী দোস্ত মোহাম্মদ আলী লিখিত ও মৌখিক ভাবে দাবী করেন বর্ণিত নামজারী কেসভুক্ত ১০.৫০একর সম্পত্তি মো. সাইজ উদ্দিন ভারতে রেজিষ্ট্রিকৃত বিনিময় আমমোক্তার বুনিয়াদে প্রাপ্ত। এরপর তিনি মৃত্যবরণ করলে তাঁর ওয়ারিশসূত্রে পুত্র ও কন্যা এ সম্পত্তি নামজারী করেন। লিখিত বক্তব্যে তিনি আরো জানান তাদের মূল আমমোক্তার নামা নিয়মিতকরণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে জমা আছে ও নিয়মিতকরণের কাজ চলমান রয়েছে। এমতাবস্থায় বর্ণিত খারিজ কেসের নামজারী তাঁরা বহাল চান।
খারিজ কেস বাতিলের আদেশ নামায় উল্লেখ করা হয়েছে যে, এ বিষয়ে ২৫/২/১৯ তারিখে সার্ভেয়ার তাঁর প্রতিবেদনে জানান দোস্ত মোহাম্মদ আলীর নামজারী কেসগুলো শুধুমাত্র আমমোক্তারনামার বুনিয়াদে অনুমোদন বিধিসম্মত হয়নি ও ইহাতে সরকারের স্বার্থ জড়িত আছে। কেসগুলো বাতিলযোগ্য বলেও তিনি মতদেন। নজিপুর, পাটিচরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তাঁর প্রতিবেদনে এইক রুপ মন্তব্য করেন।
খারিজ কেস বাতিল আদেশপত্র পর্যালোচনা করে দেখা গেছে দোস্ত মোহাম্মদ আলী ১০.৫০একর জমি নিয়মিতকরণের জন্য ১৯৮৪-৮৫ সালে জেলা প্রশাসকের নিকট আবেদন করেন। যার খারিজ কেস নং- ২৭/পতœীতলা/৮৪-৮৫। এ নথিতে ৩০/৯/৯৭ তারিখে দোস্ত মোহাম্মদ আলীর নিয়মিতকরণের আবেদন নামঞ্জুর হয়। সেই সাথে কেসভুক্ত সম্পত্তি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি) পতœীতলাকে আদেশ প্রদান করা হয়।
সরকারি সম্পত্তি দখলমুক্ত করে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার আদেশে এলাকাবাসী স্থানীয় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন সুশীল ব্যক্তি জানান শুধু দোস্ত মোহাম্মই নয় ভূমি বিভাগের অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজেশে বহু চতুর মানুষ শত শত একর সরকারি সম্পত্তি নিজের নামে খারিজ করে নিয়ে ভোগদখল করছে। এগুলো চিহ্নিত করে সরকারি সম্পত্তি উদ্ধার করে প্রকৃত ভূমিহীন বা জমির প্রকৃত মালিককে ফেরত দেওয়ার জন্য তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।