গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেচ পাম্প মালিক সমিতির সদস্য আমিরুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার ও ফাসীঁর দাবীতে স্থানীয় বাসুদেবপুর বাজারে এলাকারবাসীর মানববন্ধন অনষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ১১ টায় গোবিন্দগঞ্জে সেচ পাম্প মালিক সমিতির সদস্য, আদর্শ কৃষক আমিরুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার পূর্বক বিচারের কাঠগড়ায় এনে ফাসিঁর দাবীতে স্থানীয় বাসুদেবপুর বাজারে এলাকাবাসী মানববন্ধন করেছে। মানববন্ধনে এলাকার শত শত নারী, পুরুষ, শিক্ষক, ছাত্র, ছাত্রী ও নিহতের স্বজনরা রাস্তার পাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন নাগরিক কমিটির নেতা আবদুল মতিন মোল্লা, স্থানীয় ব্যক্তিবর্গ ও নিহতের স্বজনরা। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার জন্য গোবিন্দগঞ্জ থানা প্রশাসনের প্রতি আহবান জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাসুদেবপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।