গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আতাউর রহমান সরকার বলেছেন আসছে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় পৌরবাসী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহবান জানিয়েছেন।
গত বৃহস্পতিবার সকাল ১১.০০টায় গোবিন্দগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর হল রুমে মাহে রমজান উপলক্ষে পৌর এলাকায় পচা, বাসি খাবার এবং ক্ষতিকারক রং মিশ্রিত দ্রবাদি প্রস্তুত এবং বিক্রি না করা ও ভেজালমুক্ত পরিবেশ নিশ্চিত করণে ব্যবসায়ী এবং সুধী জনদের সাথে এক মত বিনিময় সভায় মেয়র আতাউর রহমান সরকার উপর্যুক্ত কথাগুলো বলেছেন।
মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, বণিক সমিতির সভাপতি নাজমুল হোদা টুকু, প্যানেল মেয়র মাসুদ রানা বাপ্পী ,কাউন্সিলার জোবায়দুর রহমান বিসা, রিমন তালুকদার,শাহীন আকন্দ,মোকলেছুর রহমান,সেনেটারী ইন্সপেক্টর মিলন, গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম সভাপতি রফিকুল ইসলাম রফিক, আওয়ামী লীগ সদস্য বিশিষ্ট সাংবাদিক শ্যামলেন্দু মোহন রায় জীবু বাবু, মহিলা কাউন্সিলার গোলাপী বেগম, মারুফা বেগম, শিল্পি বেগম প্রমুখ এ ছাড়াও মত বিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংষ্কৃতিক, সাংবাদিক ও ব্যবসায়ী মহলের নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।