দুর্গাপুর মিডিয়াকর্মীদের সাথে মতবিনিময় করলেন (দুর্গাপুর-কলমাকান্দা)সার্কেলে নবাগত এএসপি মোঃ সাইদুর রহমান। বৃহস্পতিবার কর্মকর্তা ইন-চার্জ(ওসি)মোঃ মিজানুর রহমানের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় দুর্গাপুর উপজেলার কর্মরত ২০জন মিডিয়াকর্মী উস্থিত ছিলেন। মতবিনিময় কালে তিনি স্থানীয় সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা চান। তিনি বলেন দেশ ও জাতিকে এগিয়ে নিতে শান্তি শৃংখলা রক্ষা করতে হলে পুলিশ এবং সাংবাদিকদের একহয়ে কাজ করতে হবে। পাশাপাশি পুলিশেরও সহযোগিতা চান মিডিয়াকর্মীরা।
তিনি গত ২৩ এপ্রিল এই সার্কেলে যোগদান করেণ এর আগে তিনি ৩১তম বিসিএস সমাপ্ত করে আর্ম পুলিশ ব্যাটেলিয়ন যোগদান করেন এরপর কিছুদিন র্যাব এ কর্মরত ছিলেন তার বাড়ী ময়মনসিং সদর উপজেলায়।