নওগাঁর মান্দায় দুই কেজি গাঁজাসহ আলম হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। আটককৃত আলম হোসেন উপজেলার শ্রীরামপুর উত্তরপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।
মান্দা থানার পরিদর্শক তদন্ত তারেকুর রহমান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক মজিবুর রহমান, উপপরিদর্শক সাইফুল ইসলাম, সহকারি উপপরিদর্শক আবদুল মালেক সঙ্গীয় ফোর্সসহ শ্রীরামপুর উত্তরপাড়া গ্রামে আলম হোসেনের বাড়িতে অভিযান দেন। পুলিশ এ সময় আলম হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করে। তদন্ত ওসি আরও বলেন, আটককৃত আলম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বুধবার নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।