নওগাঁর ধামইরহাটে আসন্ন মাহে রমজান উপলক্ষ্যে দ্রব্য মুল্য নিয়ন্ত্রন ও ভেজাল খাদ্য সরবরাহ না করার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২মে বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, হোটেল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ও হোটেল ক্যান্টিনের স্বত্বাধিকালী মো. নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সামুসাহা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপনসহ মাছ, সব্জি এবং ওষুধ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। রমজানে কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন উ্পজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়।