নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি তোফাজ্জল ইসলাম জুয়েলের নেতৃত্বে শ্রমিকদের একটি বিশাল র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে সংগঠনের নিতপুর কার্যালয়ে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম শাহ্, মোবারক হোসেন প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মওদুদ আহমেদ, সংগঠনের সাধারন সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর আলী। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।