নওগাঁর পোরশায় বিভিন্ন গ্রামে পানি বাহিত রোগ ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। এ রোগে আক্রান্ত হয়ে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্র্তি হয়েছে অর্ধশত মানুষ। এতে নিতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন বেশী আক্রান্ত হয়েছে বলে জানাগেছে। বুধবার সরেজমিনে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্্ের গিয়ে দেখা গেছে নারী, পুরুষ ও শিশু সহ প্রায় অর্ধশত ডায়রিয়ায় আক্রান্ত রোগী বেডে শুয়ে আছে। এ সময় কাহারও হাতে স্যালাইন পুশ করানো অবস্থা দেখাগেছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: রানাউল ইসলামের সাথে কথা বলতে চাইলে তিনি ব্যস্ত থাকার কারণে সাংবাদিকদের সাথে কথা বলতে পারবেন না বলে জানান। এ বিষয়ে মোবাইল ফোনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইবনে ইমামের কাছে জানতে চাইলে তিনি ডায়রিয়ায় আক্রান্তের কথা স্বীকার করেন। তবে কোন রোগী মারা যাওয়ার ঘটনা ঘটেনি বলে জানান। হাসপাতালে কতজন রোগী ভর্তি আছে তাও তিনি জানাতে পারেননি। তবে হঠাৎ ব্যাপক গরমের কারণে লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে তিনি জানান। কতৃপক্ষ এ ব্যাপারে ব্যবস্থা নিয়েছেন। এ অবস্থার দ্রুত উন্নতি হবে বলে তিনি আসা করেন।