বাগেরহাটের চিতলমারীতে কুপ্রস্তাবে রাজিনা হওয়ায় শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীতে পড়ুয়া সঞ্জিতা মণ্ডল (১৫) প্রায় একমাস ধরে ডাক্তারের পরামর্শে বাড়ীতে চিকিৎসাধীন রয়েছে। এলাকার বখাটে দুই যুবক ওই শিক্ষার্থীকে পিটিয়ে একটি পা’ ভেঙ্গেদেয়াসহ শরীরের বিভিন্নস্থানে রক্তাত্ত ফুলাজখম করে। সঞ্জিতা মণ্ডল বাগেরহাট সদর উপজেলার হালিসহর গ্রামের শচীন্দ্র নাথ মন্ডলের কন্যা এবং বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির শিক্ষার্থী বলে জানাগেছে।
সঞ্জিতার বাবা শচীন্দ্র নাথ মণ্ডল জানান গত ১ এপ্রিল সকালে তার মেয়ে সঞ্জিতাকে অপরিচিত ফোন নাম্বার থেকে বলাহয় যে, তুমি তোমাদের বাড়ীর পাশের স্কুলের ধারে এসো জরুরী খবর আছে। এসময় পরিচয় জানতে চাইলে বলা হয় দেখলে চিনতে পারবে। সরল বিস্বাসে সঞ্জিতা সেখানে গেলে ওৎপেতে থাকা তাদেরই গ্রামের রোবিন মন্ডলের ছেলে ভোলা মণ্ডল তাকে কুপ্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হয়ে প্রতিবাদ করায়, ভোলা মণ্ডলও তার সঙ্গীয় মনোরঞ্জন দেবের ছেলে ব্যাসদেব সঞ্জিতার কাছে থাকা টাকা, মোবাইল ফোন এবং গলের স্বর্নের চেইন ছিনিয়ে নেয়।
এসময় সঞ্জিতা বাঁধা দিলে ভোলা তাকে লাঠিদিয়ে মারপিট করে একটি পা’ ভেঙ্গে দেয়া সহ পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে। শচীন্দ্র নাথ আরো জানান পুর্বশত্রুতার জেরধরে তার স্কুল পড়ুয়া মেয়ের উপর এধরনের নগ্ন হামলা চালানো হয়েছে। তিনি এব্যপারে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং চিতলমারী থানার এস আই গিয়াস উদ্দিন সরেজমিন তদন্ত করেছেন বলে অভিযোগকারী জানিয়েছেন।
কিশোরী সঞ্জিতা জানায় ভোলা মণ্ডলের বাড়ী তাদের পাশে। ভোলার ব্যবহার ভালো না থাকায় তার সাথে সঞ্জিতা কথা বলেনা। তবে ভোলা তার সাথে কথা বলতে চেস্টা করতো। তাই শত্রুতামূলক সঙ্গীয় ব্যাসদেব কে নিয়ে তার ক্ষতি করতে চেয়েছে এবং স্কুল বন্ধকরার জন্য আপচেস্টা চালিয়েছে। পা’দিয়ে হাঁটতে না পারায় প্রায় একমাস স্কুলে যেতে পারছেনা বলে সঞ্জিতা জানিয়েছে। এব্যপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুকুল সরকার জানান অভিযোগ হয়েছিল। পরে বাদী স্থানীয়দের সালিশ বৈঠকের মাধ্যমে ক্ষতিপুরন নিয়ে মিটমিমাংশায় একমত হয়েছে। এব্যাপারে ভোলা মণ্ডল জানান তার বিরুদ্ধে অভিযোগ সত্যনয়; অভিযোগটি ষড়যন্ত্রমূলক।