চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ২০১৭ সালে মোহাম্মদ আমিরের ১৪ রানে তার ৪ উইকেট শিকারের সুবাদে নাটকীয়ভাবে চিরপ্রতিদ্বন্দ্বি ভারতকে হারিয়ে শিরোপা জয় করে পাকিস্তান; কিন্তু তারপরই যেন খেই হারিয়ে ফেলেন তিনি।
তারপরও বিশ্বকাপের মঞ্চে আমিরকে চান পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। এএফপিকে ওয়াসিম বলেন, ‘বিশ্বকাপে আমরা আমিরকে হিসেবের বাইরে রাখতে পারি না। ইংলিশ কন্ডিশনে সে ভালো খেলে থাকে। সেই বিবেচনায় বিশ্বকাপের জন্য আমার প্রথম পছন্দ হতেন আমির।’
জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে টেস্ট এবং ইংলিশ কাউন্টি ক্রিকেট দুইদিক থেকেই সর্বোচ্চ পর্যায়ে আমিরের অভিজ্ঞতা আছে জানান ওয়াসিম। পাঁচটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাসম্পন্ন আমির বলেন, ‘আমি নিশ্চিত একবার ছন্দ ফিরে পেলে সে ভাল করবে।’