স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্যে নওগাঁর সাপাহারে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধান মন্ত্রীর কার্যালয় এর বাস্তবায়নে ও সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দিন ব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক জনাব মো:মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান,সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায় পোরশা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: সহরাব আলী প্রমুখ। কর্মশালায় উপজেলার জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল, কলেজ, মাদ্রাসার,শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী,গণমাধ্যম কর্মী সহ স্থানীয় সুশীল সমাজের সর্ব মোট ৮০ জন অংশগ্রহণ করেন।