নিয়ামতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে ২০০৮-২০১৯ অর্থ বছরে খরিপ-১ ২০১৯-২০২০ মৌসুমে উফশী আউশ আবাদ বৃদ্ধির প্রণোদনা হিসাবে বিনামূল্যে সার, বীজ প্রদান করা হয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার বেলা ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে এ প্রণোদনার সার, বীজ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম। উপজেলা কৃষি অফিস কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার বীজ বিতরনের আয়োজন করে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আমীর আব্দুল্লাহ মোঃ ওয়াহেদুজ্জামান।
সভা শেষে ১ হাজার ৮’শ জন কৃষককের মাঝে প্রত্যেক কৃষককে ৫ কেজি করে আউস ধানের বীজ, ১৫ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি প্রদান করা হয়।