সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামে বসত ভিটার সীমানা নির্ধারণ নিয়ে বাদানুবাদের ঘটনায় সোমবার বিকালে আপন ভাতিজার লাঠির আঘাতে তার চাচা নিহত হয়েছে। স্থানীয় ইউপি সদস্যসহ অন্যান্যের উপস্তিতিতে সালিশী বৈঠকে সীমানা নির্ধারণের কাজ চলার সময় ঐ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে মৃতদেহ ময়না তদন্তের পর নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তৃতি চলছে। নিহত মোঃ ফজলুর রহমান পরানপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের এবং ঘাতক জোবায়ের ইসলাম ফজলুর রহমানের বড় ভাই আবদুল মজিদের পুত্র।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য পবিত্র মন্ডলসহ নিহতের পরিবার ও স্থানীয়রা জানান আবদুল মজিদ ও তার পঙ্গু ভাই আশরাফের মধ্যে বসতভিটার সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ইতঃপূর্বে একাধিকবার উদ্যোগ নিয়েও স্থানীয়রা বিষয়টির নিস্পত্তিতে ব্যর্থ হয়। কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউপি সদস্য পবিত্র মন্ডল আরও জানান দু’পক্ষের উপস্থিতিতে সোমবার বিকাল চারটার দিকে পুনরায় সালিশী বৈঠকে সীমানা নির্ধারণের জন্য মিমাংসার চেষ্টা চলছিল। একপর্যায়ে আবদুল মজিদের ছেলে জোবায়ের তার পঙ্গু চাচাকে নিয়ে কটূক্তি করায় বৈঠকে উপস্থিত মজিদের অপর ভাই ফজলুর রহমান ভাতিজাকে ভর্ৎসনা করে। এ সময় চাচা ভাতিজা বাদানুবাদে জড়িয়ে পড়ে এবং জোবায়ের ফজলুর রহমানকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। একপর্যায়ে হাতের পাশে থাকা লাঠি দিয়ে মাটিতে পড়ে যাওয়া চাচার ঘাড় ও মাথায় আঘাত করে।
প্রতক্ষদর্শী ইউপি সদস্য পবিত্র মন্ডল আরও জানান ঘটনার পরপরই স্থানীয় পল্লী চিকিৎসক বিশ^জিৎ মন্ডলকে ডেকে নিয়ে ফজলুর রহমানকে ইনজেকশন পুশ করে সুস্থ করার চেষ্টাও করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে প্রথমে শ্যামনগর এবং পরে সাতক্ষীরা সদর হয়ে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরনের পর তার মৃত্যু হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী আবু দাউদ জানান স্থানীয়ভাবে চিকিৎসার পরপরই ফজলুর রহমানের বমি শুরু হলে দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পরপরই তারা ফজলুর রহমানকে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে সাতক্ষীরা থেকে খুলনা নেয়ার পথে ফজলুর রহমানের মৃত্যু হয়।
ডনহতের জামাত্ ামোঃ ফরিদ হোসেন জানিয়েছে নিহত ফজলুর রহমানের স্ত্রী রহিমা বেগম বাদি হয়ে জেয়াবায়ের ও তার স্ত্রী রতœা, জোয়ারের পিতা আবদুল মজিদ ও মাতা ছফিরন বেগমের বিরুদ্ধে মামলা করবেন।
ফজলুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে আবদুল মজিদের পরিবারের সব সদস্য বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের কারও বক্তব্য নেয়া যায়নি।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সহকারী আবদুল মজিদ জানান সোমবার বিকাল সাড়ে ছয়টার দিকে সংকটাপন্ন অবস্থায় ফজলুর রহমানকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। পরে অবস্থার অবনতি দেখে তাৎক্ষনিক তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
শ্যামনগর থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ হাবিল হোসেন জানান, ফজলুর রহমানের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী বাদি হয়ে মামলা করবেন বলে জানিয়েছে। ঘটনার পরপরই ঘাতকসহ তার পরিবারের সদস্যরা পালিয়ে যাওয়াতে কাউকে গ্রেফতার করা যায়নি।