রাজবাড়ী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারিদের বেতন থেকে অবসর সুৃবিধা বোর্ড ও কল্যাণ ট্রাষ্টের জন্য ১০ শতাংশ কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখা।
মঙ্গলবার দুপুরে জেলা শিক্ষক সমিতির আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষকরা তাদের বিভিন্ন দাবী তুলে ধরে বক্তৃতা করেনে।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে শিক্ষক সমিতি। পরে অতিরিক্তি জেলা প্রশাসক মো: আলমগীর হুছাইনের মাধ্যমে প্রধান মন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদান করে শিক্ষক নেতৃবৃন্দ।
এসময় শিক্ষা ক্ষাতকে আরো ফলপ্রসু করার লক্ষে শিক্ষকদের চাকরীকে জাতীয়করন, সকল শিক্ষক কর্মচারিদের সমান ভাবে উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ এমপিওভুক্ত শিক্ষক-কমৃচারিদের বেতন থেকে ১০ শতাংশ কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবী তুলে ধরেন শিক্ষক নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তৃতা করেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি মীর মাহফুজা খাতুন মলি,সাধারন সম্পাদক আবদুর রাজ্জাক,আবুল এরশাদ মোঃ সিরাজ্জুমুনির মোঃ ফরহাদ হোসেন, মাওলানা আবু মুসা আশআরী, সালমা খানম প্রমূখ এবং অবসরপ্রাপ্ত কল্যাণ ট্রাষ্টের মহাসচিব শাহজাহান আলম সাজুকে অবাঞ্চিত ঘোষনা করা হয় মানববন্ধন ও সমাবেশে।