বরিশালের আগৈলঝাড়া উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যেগে উপজেলা পর্যায় পযুক্তি হস্তান্তরে জন্য কৃষক প্রশিক্ষণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ব্রি ধান ৭৪ জাতের এই ধানে ফলন বেশি। রোগ বালাই কম এবং এই ধানে রয়েছে জিং যা মানুষের শরিরেজন্য উপকারি। আগৈলঝাড়ার গোয়াইল গ্রামে সরকারি ভাবে একটি জমিতে ব্রি ধান ৭৪ জাতের প্রদর্শনি করা হয়। ধান কর্তন করে দেখা গেছে অন্যন্যা জাতের ধানের চেয়ে এই ধানের ফলন বেশি হয়েছে। আগৈলঝাড়া উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর থেকে কৃষকদের এই জাতের ধান চাষের জন্য পরামস দিয়েছেন।
২৯ এপ্রিল বিকেলে আগৈলঝাড়া উপজেলার গোয়াল সরকারি প্রথমিক বিদ্যারয় মাঠে মাঠদিবসে সভাপতিত্ব করেন শিক্ষক বিজন হালদার। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাসির উদ্দিন মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা দোলোন চন্দ্র রায়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল, জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি এসএম ওমর আলী সানি, সাবেক শিক্ষক গবিন্দ বিশ্বাস ও সাংবাদিক সাকিব খান।