উজিরপুরে স্কুল ছাত্র ইসরাফিল হাওলাদার নয়নকে হত্যার ঘটনায় জড়িতদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্ত্রির দাবীতে ২৯ ও ৩০ এপ্রিল মানববন্ধন করেছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীর ও এলাকাবাসী। বামরাইল এ.বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ এর নের্র্তৃত্বে শত শত শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বন্দরে মানববন্ধন করেছে।
শিক্ষক জাহাঙ্গির কবির মামুন, প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ইদ্রিস আলি দেওয়ান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাওন বালী, ইউপি সদস্য শিল্পি বেগম বলেন, খুনিদের গ্রেফতার পূর্বক ফাঁিসর দাবী জানান। তার আরো কঠোর আন্দলনের হুশিয়ারি দেয়।
উল্লেখ্য, ২৭ এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠী গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে বামরাইল এ.বি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ইসরাফিল হোসেন নয়নকে অপহরণ করে মুক্তিপণ দাবী করে, মুক্তিপণের টাকা না পেয়ে নয়নকে কুপিয়ে হত্যা করে লাশ বস্তাবন্দী করে সন্ধ্যা নদীতে ফেলে দেয়। ২৮ তারিখ সকালে বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী এলাকা থেকে নয়নের লাশ উদ্ধার করে পুলিশ।