নওগাঁর ধামইরহাট উপজেলার শংকরপুর গ্রামে প্রতিবন্ধি তরুনীকে ধর্ষনের অভিযোগে দায়েরকৃত মামলায় মতিবুল নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই)। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ শহরের বালুডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পিবিআই নিশ্চিত করে। ধর্ষন মামলার আসামি মতিবুল ধামইরহাট উপজেলার চকবদন এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক।
নওগাঁ পিবিআই এর পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ২০১৮ সালের জুলাই মাসে শংকরপুর গ্রামে প্রতিবেশী এক তরুনীকে ধর্ষন করে মতিবুল। ঘটনা জানাজানি হলে তার বিরুদ্ধে ধামইরহাট থানায় চলতি মাসের ২ এপ্রিল একটি মামলা দায়ের হয়, মামলা নং-০৪। মামলার পর থেকেই সে পলাতক ছিলো।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আবদুল হান্নান জানান, ধর্ষক মতিবুলকে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নওগাঁ পিবিআই কার্যালয়ে আনা হয়েছে, সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
সম্প্রতি ধামইরহাট উপজেলায় মাদক কিছুটা নিয়ন্ত্রন থাকলেও ধর্ষণ ও ধর্ষন চেষ্টার অভিযোগ নিত্যদিনের ঘটনা। আইনের সঠিক প্রয়োগ ও দৃষ্টান্তুমুলক শাস্তি প্রদানই কেবলমাত্র এইসব অপরাধ নির্মূলে ভূমিকা রাখতে পারে।