 
		
	চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর তাদের মা আত্মহত্যা করেছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার সড়ফবাটা ইউনিয়নের সিকদারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার সকালে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ ভুঁইয়া।
নিহতরা হলেন সিকদারবাড়ি এলাকার নুর নবীর স্ত্রী ডেইজি আক্তার (২৮), তাঁর কন্যা ইলাত নুর (৬) ও ইসরাত নুর (৪)।
ওসি বলেছেন, ‘ধারণা করা হচ্ছে, সোমবার রাতে পারিবারিক কলহের জের ধরে ডেইজি প্রথমে তাঁর দুই সন্তানকে বিষ পান করান। পরে তিনি নিজেও সেই বিষ পান করেন।’
‘গুরুতর আহত অবস্থায় রাত ১টার দিকে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে তিনি মারা যান,’ যোগ করেন ওসি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আমির উদ্দিন বলেন, তিনটি মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।